Leadশিক্ষা-সংস্কৃতিসংবাদ শিরোনাম

এইচএসসির ফল ১৩ আগস্ট

Hsc Examঢাকা জার্নাল: আগামী ১৩ আগস্ট এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হবে। 

বৃহস্পতিবার সকালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সচিবালয়ে এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ১৫ আগস্ট পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিন পূর্ণ হবে। এর আগেই আমরা ফলাফল প্রকাশ করছি। 

তিনি বলেন, ১৩ আগস্ট সকাল ১০টায় শিক্ষামন্ত্রী বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানদের নিয়ে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলের কপি হস্তান্তর করবেন। 
 
প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে একটি কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবেন বলেও জানান শিক্ষামন্ত্রী। 
 
কোন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রী কথা বলবেন তা নির্ধারণ না হলেও, শিগগিরই তা ঠিক করা হবে। 
 
এরপর দুপুর একটায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে শিক্ষামন্ত্রী বিস্তারিত ফলাফল তুলে ধরবেন।
 
গত ৩ এপ্রিল সারা দেশে একযোগে এইচএসসি, আলিম ও এইচএসসি (বিএম/ভোকেশনাল) ও ডিআইবিএস পরীক্ষা শুরু হয়ে শেষ হয় গত ৮ জুন।
 
এ বছর ১০ বোর্ডের অধীনে ১১ লাখ ৪১ হাজার ৩৭৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

এবার গণিত এবং ইংরেজি দ্বিতীয়পত্র বিষয়ের প্রশ্নপ্রত্র ফাঁসের অভিযোগ ওঠে। 

ঢাকা জার্নাল, জুলাই ৩১, ২০১৪ 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.