Leadসংবাদ শিরোনাম

এইচএসসিতে ঢাকার সেরা ২০

rajuk-sm20130803014851ঢাকা জার্নাল: ঢাকা শিক্ষা বোর্ডে সেরা ২০-এর তালিকায় এবারো সেরা রাজউক উত্তরা মডেল কলেজ। দ্বিতীয় অবস্থানে রয়েছে নরসিংদীর আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ আর তৃতীয় অবস্থানে ভিকারুননিসা কলেজ।

এরপরে চতুর্থ অবস্থানে রেসিডেনশিয়াল মডেল কলেজ, পঞ্চম অবস্থানে ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ, ৬ষ্ঠ অবস্থানে নরটডেম কলেজ, সপ্তম অবস্থানে গুলশানের ক্যামব্রিয়ান কলেজ, ৮ম অবস্থানে মির্জাপুর ক্যাডেট কলেজ, নবম অবস্থানে হলিক্রস এবং দশম অবস্থানে রয়েছে ঢাকা কলেজ।

১১ থেকে ২০তম স্থান অধিকারী কলেজগুলো হচ্ছে- খিলগাঁওয়ের ন্যাশনাল আইডিয়াল কলেজ, মিরপুরের এসওএস হারমান মেইনার কলেজ, ঢাকা সেনানিবাসের আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, লালবাগের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ডেমরার শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, ধানমন্ডির ঢাকা সিটি কলেজ, মিরপুরের ঢাকা কমার্স কলেজ, মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ময়মনসিংহের শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ ও উত্তরার ট্রাস্ট কলেজ।

উল্লেখ্য, চলতি বছরের উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় ১০ লাখ পরীক্ষার্থীর মধ্যে ৭ লাখ ৪৪ হাজার ৮৯১ জন পাস করেছে।জিপিএ-৫ পেয়েছে ৫৮ হাজার ১৯৭ জন।

শনিবার সকালে প্রকাশিত এ ফলে দেখা যায়, এইচএসসিতে ঢাকা বোর্ডে ৭৪ দশমিক ০৪, সিলেটে ৭৯ দশমিক ১৩, চট্টগ্রামে ৬১ দশমিক ২২, যশোরে ৬৭ দশমিক ৪৯, রাজশাহীতে ৭৭ দশমিক ৬৯, দিনাজপুরে ৭১ দশমিক ৯৪, কুমিল্লায় ৬১ দশমিক ২৯ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এছাড়া মাদ্রাসা বোর্ডে ৯১ দশমিক ৪৬ এবং কারিগরি বোর্ডে ৮৫ দশমিক ০৩ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

ঢাকা জার্নাল, আগস্ট ৩, ২০১৩

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.