Leadসব সংবাদ

উগ্রবাদী হামলা নয়, শর্ট সার্কিট থেকে গাইবান্ধায় হিন্দু দোকানে আগুন!

কুমিল্লায় সাম্প্রতিক সময়ে পবিত্র কোরআন অবমাননার ঘটনাকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে সক্রিয়ভাবে কাজ করছে একটি মহল, যারা গাইবান্ধার দুর্ঘটনাকেও সাম্প্রদায়িক হামলা বা উগ্রবাদীদের হামলা বলে অপপ্রচারে নেমেছে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী।

জানা যায়, গাইবান্ধার গোবিন্দগঞ্জে কামদিয়া বাজারে রমেশ বাবুর কাপড়ের (গার্মেন্টস) দোকানে ১৯ অক্টোবর সকালে আগুন লাগে। তাৎক্ষনিক স্থানীয় জনগণ আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

পরে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এটিকে বিদ্যুতের শর্ট সার্কিটের আগুন বলে জানানো হয়। এই ঘটনাটিকেই সাম্প্রদায়িক হামলা বা উগ্রবাদীদের হামলা বলে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অপপ্রচার চালানো হচ্ছে বলে জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ইউনিট ইনচার্জ আরিফ আনোয়ার বলেন, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগার প্রাথমিক সত্যতা আমরা পেয়েছি। এটা কোন উগ্রবাদীদের দেয়া আগুনের ঘটনা নয়।

গোবিন্দগঞ্জ পুজা উৎযাপন পরিষদের সভাপতি তনয় কুমার দেব বলেন, রমেশ বাবুর দোকানে আগুন লাগার পরেই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আগুন লাগার সূত্রপাত মূলতঃ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে। আমার মনে হয়, এখানে কারো হাত নেই।

গোবিন্দগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান বলেন, আমার উপজেলার কামদিয়া বাজারে যে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে তা আমি পরিদর্শন করেছি। স্থানীয়রা আমাকে বলেছেন, উগ্রবাদীরা এ আগুন লাগাননি। এটি নিছক দুর্ঘটনা।