Leadখেলা

ইনিংস ব্যবধানে হারের শঙ্কা কাটাল বাংলাদেশ

ঢাকা জার্নাল ডেস্ক

ঘরের মাটিতে প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসের ব্যাট হাতে শুরুতেই ভরাডুবি দেখেছে বাংলাদেশ। আজ তৃতীয় দিনের শুরুতে ব্যাট হাতে নেমেই প্রোটিয়ান পেসার কাগিসো রাবাদার তোপের মুখে পড়েন মাহমুদুল হাসান জয় ও মুশফিকুর রহিম, ফেরত যান সাজঘরে। লিটস দাসও ফেরত গেছেন ব্যক্তিগত মাত্র ৭ রানেই।

দ্বিতীয় দিনের খেলা বাংলাদেশ শেষ করেছিল ১০১ রানে ৩ উইকেট নিয়ে। আগের দিনের প্রত্যাশাটা বাংলাদেশ হারিয়ে ফেলেছে তৃতীয় দিনের শুরুতেই।

উইকেটে এখন টিকে আছেন মেহেদী হাসান মিরাজ ও জাকের আলি অনিক। মিরাজ ইতিমধ্যে তার হাফ সেঞ্চুরিও আদায় করেছেন।

ইনিংস ব্যবধানে হারবে বাংলাদেশ, এমন শঙ্কা ছিল তীব্র। তবে এই শঙ্কা কাটল মিরাজ-জাকের জুটিতে ভর করে। দক্ষিণ আফ্রিকার দলীয় রানের সমান রান করে ফেলেছে স্বাগতিকরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৬৩ ওভার শেষে ২০১ রান, হারিয়েছে ছয়টি উইকেট।