Leadশিক্ষা-সংস্কৃতিসব সংবাদ

ইউজসিকে গণশুনানির নির্দেশনা দেওয়া হয়নি: শিক্ষা উপমন্ত্রী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্যসহ অন্যান্য শিক্ষককের বিরুদ্ধে উত্থাপিত অভিয়োগে তদন্তে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) গণশুনানির নির্দেশনা দেওয়া হয়নি বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান নওফেল। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে অনলাইনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

অনলাইন এ সংবাদ সম্মেলনে যুক্ত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘গণশুননি ইউজিসির তদন্ত প্রক্রিয়ায় আছে কিনা, নির্ধারিত আইনে এখতিয়ার আছে কিনা সেটা তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর আমরা দেখবো। যদি প্রক্রিয়া না মেনে তদন্তটি হয় তাহলে তদন্ত প্রশ্নবিদ্ধ হয়। এটি অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা দেখবো গণশুনানির মতো করে তদন্ত করা সমীচিন কিনা। আমরা কিন্তু গণশুনানি করার কোনও নির্দেশনা দেইনি।’

শিক্ষা উপমন্ত্রী বলেন, ‘উপাচার্যের বিরুদ্ধে যে অভিযোগ এসেছে সেটি ইউজিসিতে পাঠিয়েছিলাম। তারা তদন্ত করেছেন। একটি প্রতিবেদন তৈরি করেছেন। সেটি এখনও আমার কাছে এসে পৌঁছায়নি। রাবি উপাচার্যের বিষয়ে পর্যালোচনা করব। আমরা এ বিষয়টা নিয়ে বসে সিদ্ধান্ত জানাবো।’

পাবলিক বিশ্ববিদ্যালয়ের নিয়োগে অনিয়ম নিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনিয়মের অভিযোগ ওঠে তখন নিয়ম অনুযায়ী তদন্ত করে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। আমরা যে উদ্যোগ নিয়েছি এটি তার ব্যতিক্রম নয়। আমাদের কাছে লিখিতভাবে অভিযোগ এসেছে। ইউজিসি এই বিষয়ে দায়িত্বপ্রাপ্ত, তারা তদন্ত করেছে এখনও আমার কাছে পর্যন্ত এসে পৌঁছেনি। আমরা রাজশাহীর বিষয়টিসহ আরও দুই-তিনটি বিষয় নিয়ে বসবো। কাদা ছোড়াছুটি হওয়া উচিত ছিল না। বিশ্ববিদ্যালয়ে জারা রয়েছেন তাদের সম্মান, প্রতিষ্ঠানের সম্মান, পেশার সম্মান রেখে যেনও আচরণ করেন।

অনলাইন সংবাদ সম্মেলনে সংযুক্ত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান।