শীর্ষ সংবাদসংবাদ শিরোনাম

আমার রক্ত বেঈমানি করতে পারে না

syed_ashrafঢাকা জার্নাল: রক্ত বেঈমানি করতে পারে না প্রসঙ্গ টেনে সদ্য দফতর হারানো মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, আমার বাবা কারো সঙ্গে বেঈমানি করেননি। নেতার জন্য মৃত্যুবরণ করেছেন। আর এটাই আমার রক্ত।

শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডে অফিসার্স ক্লাব মিলনায়তনে ঢাকাস্থ কিশোরগঞ্জ হোসেনপুর সমিতির আয়োজনে ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমার বাবা সততার সঙ্গে রাজনীতি করেছেন। নেতার জন্য (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান) মৃত্যুবরণ করেছেন। এটাই আমার রক্ত।

নিজের এলাকার জনগণের উদ্দেশে আশরাফ বলেন, আমি মন্ত্রী হই বা না হই, রাজনীতি করি বা না করি সব সময় হোসেনপুরের সঙ্গে আছি। যেখানেই থাকি এলাকার উন্নয়নে কাজ করবো।

হোসেনপুর সমিতির সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়।

২০০৯ সালের জানুয়ারিতে শেখ হাসিনা সরকার দায়িত্ব নিলে স্থানীয় সরকারমন্ত্রী হন সৈয়দ আশরাফ। ২০১৪ সালে আওয়ামী লীগ আবারও সরকার গঠন করলে দলের সাধারণ সম্পাদককে একই মন্ত্রণালয় দেন শেখ হাসিনা। তবে গত বৃহস্পতিবার (০৯ জুলাই) সৈয়দ আশরাফকে সে মন্ত্রণালয় থেকে সরিয়ে দফতরবিহীন মন্ত্রী করা হয়।

ঢাকা জার্নাল, জুলাই ১১, ২০১৫

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.