Lead

আজ থেকে হাফ ভাড়া কার্যকর

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাসান মাহমুদ বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের দাবির প্রতি সহনুভূতিশীল হয়ে আজ থেকে বিআরটিসি বাসে হাফ ভাড়া কার্যকর করার নির্দেশনা দিয়েছেন। ইতোমধ্যেই ঢাকা ট্রান্সপোর্ট মালিক সমিতি ঘোষণা দিয়েছে, আজ থেকে তারও হাফ ভাড়া কার্যকর করবে।’

বুধবার (৩০ নভেম্বর) সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

গণপরিবহনে হাফ ভাড়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘ হাফ ভাড়া ঢাকায় সেবরকারি বাসের জন্য আর বিআরটিবির বাসের হাফ ভাড়া সারাদশের জন্য। আমি আশা করবো বিআরটিসির যেভাবে হাফভাড়া কার্যকর করা হয়েছে, সেভোবে অন্যান্য শহরের ক্ষেত্রে বেসরকারি বাসের মালিকরা সেভাবে সিদ্ধান্ত নেবে বলে আমরা আশা করবো।