ঢাকাসংবাদ শিরোনামসব সংবাদ

‘আগুন সন্ত্রাসীদের বিচারের আওতায় আনা হচ্ছে’

 05জাতীয় সংসদ ভবন থেকে: আগুন সন্ত্রাস করে যারা নির্বিচারে মানুষ হত্যা করেছে তদন্তের মাধ্যমে তাদের বিচারের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। তিনি বলেন,  এ ধরনের সন্ত্রাসীদের বিচারে সরকার বদ্ধপরিকর।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তরকালে মো. আবুল কালাম আজাদের (নাটোর-১) প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

সংসদে মন্ত্রী জানান, প্রতিটি অপরাধের বিচার নির্দিষ্ট আইন দ্বারা নির্ধারিত হয়। আগুন সন্ত্রাসে যারা জড়িত তাদের বিচারের মুখোমুখি করা হচ্ছে।
বেগম ফজিলাতুন নেসা বাপ্পির অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বিচারাধীন মামলার সংখ্যা বিবেচনা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) কমিয়ে আনা হয়েছে। বর্তমানে সক্রিয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রয়েছে একটি।

তিনি বলেন, বর্তমানে  আইসিটিতে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে ৩টি, চার্জ শুনানি পর্যায়ে ৩টি এবং তদন্ত পর্যায়ে ১১টি মামলার বিচার কার্যক্রম চলমান রয়েছে। ট্রাইব্যুনালদ্বয়ে বিচারাধীন মামলার সংখ্যা বিবেচনা করে দুটি ট্রাইব্যুনালকে একত্রিত করে একটি করা হয়েছে।

নভেম্বর ১৭, ২০১৫

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.