Leadসংবাদ শিরোনাম

আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবশ্যই ভাল বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

home_minister_937359894ঢাকা জার্নাল: প্রকাশক হত্যা ও হত্যা চেষ্টার পর ‘আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবশ্যই ভাল’ বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খাঁন কামাল।

রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গোয়েন্দা, পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনী একসঙ্গে কাজ করছে। অবশ্যই ঘাতকদের ধরা হবে। বন্ধের দিন হওয়ায় ঘাতকরা সুযোগ নিয়েছে।

মার্কেটসহ গুরুত্বপূর্ণ স্থাপনাতে সংশ্লিষ্টদের সিসি ক্যামেরা আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

প্রত্যেকটি ঘটনাতে সন্দেহভাজনদের গ্রেফতার করা হচ্ছে এবং হবে। অবশ্যই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভাল। তবে স্বাধীনতার পরাজিত শক্তি আনসারুল্লাহ বাংলা টিম, আনসারুল্লাহ আল ইমসলাম, জেএমবিসহ বিভিন্ন নামে বিচ্ছিন্ন দু-একটি ঘটনা ঘটছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতেই এ ধরণের ঘটনা ঘটানো হচ্ছে।

শনিবার (৩১ অক্টোবর) শাহবাগে আজিজ মার্কেটে জাগৃতি প্রকাশনীর প্রকাশক-মালিক ফয়সাল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এরই কয়েক ঘন্টা আগে একইদিন দুপুরে রাজধানীর লালমাটিয়ায় শুদ্ধস্বর প্রকাশনীর অফিসে তিন প্রকাশক-লেখককে এলোপাতাড়ি কোপানোর পর গুলি করে দুর্বৃত্তরা।

ঢাকা জার্নাল, নভেম্বর ০১, ২০১৫।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.