আন্তর্জাতিকসংবাদ শিরোনামসব সংবাদ

আইএস ধ্বংসের প্রতিজ্ঞা ওলাঁদের

21মধ্যপ্রাচ্যের জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) ধ্বংসে ফ্রান্স প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। মরবিবার পার্লামেন্টের দুই কক্ষের যৌথ অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন। শুক্রবার প্যারিসের ছয়টি স্থানে সন্ত্রাসী হামলায় ১৩২ জন নিহত হয়। এ ঘটনায় পরের দিন দায় স্বীকার করে আইএস। ওলাঁদ বলেন, আমরা সভ্যতার বিরুদ্ধে যুদ্ধ করছি না। কারণ এই হত্যাকারীরা কারোরই প্রতিনিধিত্ব করে না।  আমরা সন্ত্রাসবাদী জিহাদিদের বিরুদ্ধে যুদ্ধরত রয়েছি, যা পুরো বিশ্বকে হুমকি দিয়ে যাচ্ছে। তিনি জানান, হামলার পর দেশে যে জরুরি অবস্থা জারি করা হয়েছে তার মেয়াদ আরো তিন মাস বাড়াতে তিনি পার্লামেন্টে একটি বিল আনতে যাচ্ছেন। এ ব্যাপারে সংবিধানে পরিবর্তন আনারও প্রস্তাব দেন তিনি। ওলাঁদ  বলেন,  সিরিয়ায় আইএসের বিরুদ্ধে ফ্রান্স বিমান হামলা জোরদার করবে। এ ছাড়া আইএসের বিরুদ্ধে যৌথ ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলাপের জন্য তিনি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দেখা করবেন। দেশের ভেতরে নিরাপত্তা জোরদার করতে আগামী দুই বছরের মধ্যে পুলিশে নতুন পাঁচ হাজার সদস্য নিয়োগ এবং সামরিক বাজেট কাটছাঁট না করারও ঘোষণা দেন ওলাঁদ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.