বিনোদনসব সংবাদ

অমিতাভ বচ্চন অসুস্থ, আমরা নই : রাম গোপাল ভার্মা

07অমিতাভ বচ্চন অসুস্থ, আমরা নই- এ দাবি তুলেছেন রাম গোপাল ভার্মা! সম্প্রতি প্রকাশিত হয়েছে পরিচালকের আত্মজীবনী ‘গানস অ্যান্ড থাইজ’। প্রকাশের আগে থেকেই বইটিকে নিয়ে শুরু হয়েছে নানা রকম বিতর্ক। কেন না বইয়ের পাতায় পাতায় বলিউডের নানা তারকাদের নিয়ে আপত্তিজনক কথা লিখেছেন রাম গোপাল ভার্মা। বিগ বি’র অসুস্থতা নিয়ে ঠিক কী বলছেন রাম গোপাল? সে কথা বলতে গিয়ে পরিচালক ফিরে গিয়েছেন স্মৃতির জগতে। তিনি বলছেন, ‘নিঃশব্দ’ ছবিটা করার কথা। সেই সময়ে বিগ বি’কে মেক-আপ করাতে গিয়ে মেক-আপ ম্যান না কি বলেছিলেন, এ ছবি চলবে না। আর, সেটাই হয়! কারণ হিসেবে রামু দর্শাচ্ছেন দর্শকের মানসিকতাকে। তাঁর দাবি, দর্শক বিগ বি অভিনীত চরিত্রটার সঙ্গে একাত্ম বোধ করতে পারেনি! তার দায়ও তিনি চাপিয়েছেন বিগ বি’র ঘাড়েই! এখানেই এসেছে অসুস্থতার কথা। রামুর দাবি, সাফল্যের শিখরে থাকার জন্য অমিতাভ বচ্চন সব সময়েই একটা মানসিক অসুস্থতা নিয়ে ঘোরাফেরা করেন! ছবি না চললে তিনি নিজের ব্যর্থতা মেনে নিতে পারেন না। দোষ দেন পরিচালককে। ঠিক যেমনটা হয়েছিল ‘আগ’ ছবির ক্ষেত্রে। আত্মজীবনীর ‘মাই লাভ অ্যাফেয়ার উইথ বিগ বি’ অধ্যায়ে যে কথাটা লিখেছেন রাম গোপাল। তিনি অভিযোগ করেছেন, বিগ বি তাঁর উপর আস্থা হারিয়েছিলেন। কিন্তু, নিজের অভিনয়ের প্রতিও যে তাঁর আস্থা ছিল না, সেটা একবারের জন্যও স্বীকার করেননি তিনি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.