Leadসংবাদ শিরোনাম

অবরোধ বাড়লো শুক্রবার সকাল ৬টা পর্যন্ত

Oborodh1-660x330বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের টানা ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুক্রবার সকাল ৬টা পর্যন্ত বাড়ানো হয়েছে। অর্থাৎ টানা অবরোধ চলবে ১৪৪ ঘণ্টা।

সোমবার অজ্ঞাত স্থান থেকে গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় অবরোধ বাড়ানোর ঘোষণা দেন বিএনপির যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র সালাহউদ্দিন আহমেদ।

নির্বাচনের তফসিল বাতিল ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার দাবিতে ১৮ দলীয় জোট শনিবার ভোর ছয়টা থেকে টানা ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি দেয়। পরে এই কর্মসূচি আরো ৭২ ঘণ্টা বাড়িয়ে ১৪৪ ঘণ্টা করা হলো।

সালাউদ্দিন আহমেদ ভিডিও বার্তায় আরো বলেন, ১৩ ডিসেম্বর শুক্রবার জুমার পর অবরোধে নিহতদের স্মরণে সারা দেশে গায়েবানা জানাজা হবে। ১৪ ডিসেম্বর হবে বুদ্ধিজীবী দিবসের আলোচনা, ১৫ ডিসেম্বর সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ও ১৬ ডিসেম্বর বিজয় দিবসের কর্মসূচি পালন করবে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।

এর আগে একই দাবিতে টানা ১৩১ ঘণ্টার ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করে ১৮ দল।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.