শীর্ষ সংবাদসব সংবাদ

‘অপশক্তির দিন শেষ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ র‌্যাবের টিভিসি উদ্বোধন

ঢাকা জার্নাল: ‘অপশক্তির দিন শেষ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ শিরনামে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে অভিযান নিয়ে ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারণার জন্য ২০ সেকেন্ডের একটি টিভিসি উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এ টিভিসি উদ্বোধন করেন।

httpss://youtu.be/25cmRcZV1n4

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “র‌্যাব ইতোমধ্যে কয়েকটি টিভিসি প্রচার করেছে এবং ‘ঢাকা অ্যাটাক’ নামে স্বল্প দৈর্ঘ চলচ্চিত্র প্রকাশ করেছে। এর সবগুলো এতোই জনপ্রিয় হয়েছিল, তার মধ্যে জঙ্গি দমনের সময় একটা ছেড়েছিলেন এটা মানুষের এতোই হৃদয়ে দাগ কেটেছিল, এটা দেখলে সবাই একটু থেমে যেতো এতোই দাগ কেটেছিল। ঠিক সেই রকমভাবে ‘গুজবে কান দেবেন না’ বলে নির্বাচনের আগে একটা প্রকাশিত হয়েছিল, দু’টোই মানুষকে নাড়া দিয়েছিল। ”

স্বরাষ্ট্রমন্তওী বলেন, ‘অপশক্তির দিন শেষ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ এটাও দুর্নীতির বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী যে কঠোর অবস্থানে রয়েছেন সেটা সমস্ত জনগণকে সেই বার্তাটি দিয়ে দেবে। এই টিভিসিটা আরো সুন্দর বার্তা নিয়ে যাবে যে আমরা কাউকেই ছাড়বো না। র‌্যাব সেই জায়গাটিতেই যাবে, দেশের মানুষের আস্থা এবং বিশ্বাস; আমাদের দেশ সেই দেশে পরিণত হবে যেটার স্বপ্ন আমরা দেখছি। এই অভিযানের মাধ্যমে শুরু হলো, আমরা সেই জায়গাটিতে যেতে পারব। এই টিভিসি একটা সুন্দর বার্তা সারা বাংলাদেশে নিয়ে যাবে, এটা আমরা বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি সেই জায়গাটিতে যেতে পারব মাননীয় প্রধানমন্ত্রী এবং বঙ্গবন্ধুর স্বপ্নের জায়গাটিতে।’

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আজ র‌্যাব যে অভিযান পরিচালনা করছে, সেটা দেশের সমস্ত জনগণের কাছে প্রশংসিত হয়েছে। শুধু প্রশংসিতই হয়নি, আলোচনাও হচ্ছে। আমরা একটা পর্যায়ে গেছি, আমরা মধ্যম আয়ের দেশের দ্বারপ্রান্তে উপনীত হয়েছি, ২০২১ এর মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে চলে যাবো। বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে, তাকে রক্ষার জন্য আমরা সেই (দুর্নীতি বিরোধী অভিযান) কাজটি করছি।’ 

স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, ‘আমরা সন্ত্রাস ও জঙ্গি দমন, জলদস্যু-বনদস্যু স্যারেন্ডার পর্বগুলোও দেখেছি; আমার তো মনে হয় না এতো সহজে র‌্যাব যে রকমভাবে দক্ষতার সাথে তারা যে কর্মকাণ্ড করে যাচ্ছে ইতোমধ্যে জনগণের হৃদয় জয় করেছে, তারা আস্থার জায়গায় উপনীত হয়েছে।’

জননিরাপত্ত বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দীন, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদসহ রর‌্যাবের উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ঢাকা জার্নাল, নভেম্বর ৭, ২০১৯