Lead

অগ্নিদগ্ধদের চিকিৎসাসেবা উপজেলা পর্যন্ত নিয়ে যেতে চাই: প্রধানমন্ত্রী

অগ্নিদগ্ধদের চিকিৎসাসেবা উপজেলা পর্যন্ত নিয়ে যাওয়ার পরিকল্পনা কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা এই সেবাকে উপজেলা পর্যন্ত নিয়ে যেতে চাই।

যেন মানুষ দ্রুত অন্তত প্রাথমিক চিকিৎসাটা পায়, সেবা পায়। ’
মঙ্গলবার (২৯ মার্চ) সোসাইটি অব প্লাস্টিক সার্জনস অব বাংলাদেশের ষষ্ঠ আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন ‘প্লাস্টিকন-২০২২’ এ তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত এ অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী অংশ নেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘প্রত্যেকটা উপজেলায় আমাদের হাসপাতাল আছে, সেখানে কিছু ব্যবস্থা নেওয়া যেতে পারে। সেটা আমরা নেবো। এটা করবার আমাদের চিন্তা ভাবনা রয়েছে। ’

তিনি বলেন, ‘শুধু ঢাকা শহরে নয়, এর বাইরে যাতে অগ্নিদগ্ধরা চিকিৎসাসেবা পায় সে ব্যবস্থাটাও আমরা নিচ্ছি। ’

শেখ হাসিনা বলেন, ‘আমরা বিভাগীয় পর্যায়ে আলাদা সম্পূর্ণ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট প্রতিষ্ঠা করে এই বিষয়ে বিশেষায়িত সেবা জনগণের দোরগোড়ায় যাতে পৌঁছে দেওয়া যায় সেই পরিকল্পনাটাও আমরা নিচ্ছি। ’ ‘বিশ্ববিদ্যালয়গুলোতে এবং ফরিদপুরে ১০০ বেডের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট স্থাপন করা হয়েছে। এটা আমরা মনে করি প্রত্যেকটা বড় জেলা শহরে এই ব্যবস্থাটা আমাদের রাখতে হবে। ’

অগ্নিদগ্ধ রোগী ব্যবস্থাপনার বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘আগুনে পোড়ার সঙ্গে সঙ্গে কী করণীয় সেই বিষয়ে মানুষকে আরও বেশি সচেতন করার দরকার বলে আমি মনে করি। এ বিষয়ে প্রচারণা দরকার। সেটা আপনারা করবেন। একটা সচেতনতামূলক প্রচার আমাদের করতে হবে। ’