৮৬ রানে হারলো দিল্লি ডেয়ারডেভিলস
ঢাকা জার্নাল: ঢাকা: চেন্নাই সুপার কিংস খেললো ভালোই। দিল্লি ডেয়ারডেভিলসকে তাদের মাঠে হারিয়ে গেল ৮৬ রানে। চেন্নাইকে জেতালেন মাইকেল হাসি ও মহেন্দ্র সিং ধোনি। পাঁচ ম্যাচে এটি তাদের তৃতীয় জয়।
চেন্নাই সুপার কিংস: ১৬৯/৪ (২০ ওভার)
দিল্লি ডেয়ারডেভিলস: ৮৩/১০ (১৭.৩ ওভার)
ফল: চেন্নাই সুপার কিংস ৮৬ রানে জয়ী
ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে হাসি ৬৫, সুরেশ রায়না ৩০ ও ধোনি ৪৪ রানের ইনিংস খেললে ২০ ওভারে চার উইকেট হারিয়ে ১৬৯ রানের সংগ্রহ পায় চেন্নাই সুপার কিংস।
জবাব দিতে গিয়ে একটাও জুড়ি গড়তে পারেনি দিল্লি। অলআউট হয় ৮৩ রানে। সর্বোচ্চ ৩১ রান করেন কেদার জাধব।
চেন্নাইয়ের মহিত শর্মা তিনটি ও রবিচন্দ্রন অ্যাশউইন দুটি উইকেট নেন।