৮০ বছর প্রেমের পর বিয়ে!
ঢাকা জার্নাল: তাদের ভালোবাসা শুরু হয়েছিলো দ্বিতীয় বিশ্বযুদ্ধেরও ছয় বছর আগে। ১৯৩৩ সাল থেকে একসাথে হওয়ার ৮০ বছর পর প্রেমের পূর্ণতা দিতে দ্বিতীয়বার বিয়ে করলেন প্যারাগুয়ের এক দম্পতি।
১০৩ বছর বয়সী জোসে ম্যানুয়েল রিয়েল্লা বিয়ে করলেন ৯৯ বছর বয়সী মার্টিনা লোপেজকে। তাদের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবারের সদস্যরা। প্রতিবেশীরাও এসেছিলেন তাদের শুভেচ্ছা জানাতে। বিয়েতে রিয়েল্লা পড়লেন হালকা নীল রঙের শার্ট ও উজ্জ্বল স্যুট। আর মার্টিনা পড়েছিলেন সাদা লম্বা বিয়ের পোশাক। দম্পতির নিজেদের বাড়িতেই বিয়ের অনুষ্ঠান হয়।
রিয়েল্লা ও মার্টিনার আট সন্তানের সবাই বড় হয়ে গেছে। তারাও এখন বাবা-মা। তাদের সন্তানের সংখ্যা ৫০।
ধর্মযাজক বিয়ে পড়িয়ে দেওয়ার পর আবেগাক্রান্ত হয়ে পড়েন লোপেজ। ৩১ বছর আগে তাদের আইনসম্মতভাবে বিয়ে হয়েছিলো। তাদের মনে হয়েছে তাতেও তাদের প্রেম ঠিক পূর্ণতা পায়নি। তাই ধর্মমতে বিয়ে করার জন্য আবারও তারা বিয়ের পিঁড়িতে বসলেন তারা।
তাদের একসাথে থাকার ৮০ বছরের মধ্যে বিশ্বের অনেক পরিবর্তন ঘটে গেছে। শুধু পরিবর্তিত হয়নি তাদের প্রেম। ওই বছর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্টের সাথে আলোচনা স্থগিত করেছেন, হয়ে গেছে বিশ্বযুদ্ধ, অনেক দেশ স্বাধীন হয়েছে, পৃথিবীতে যুক্তরাষ্ট্রের আগ্রাসন শুরু হয়েছে, মানুষ চাঁদে গিয়েছে, চলচ্চিত্রে শব্দ এসেছে, রঙ এসেছে আরও কতো কি। কিন্তু অটুট রয়ে গেছে তাদের প্রেম।
ঢাকা জার্নাল, অক্টোবর ১৭, ২০১৩