৭ মার্চ উপলক্ষে আ’লীগের সমাবেশ বিকেলে
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে আওয়ামী লীগ। শুক্রবার বিকেল ৩টায় এ সমাবেশ করবে দলটি।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী।
এদিকে, সমাবেশ সফল করতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সমাবেশস্থল ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের পাশের গেট দিয়ে প্রবেশ করবেন প্রধানমন্ত্রী। বাকি গেটগুলো সমাবেশে অংশগ্রহণকারীদের জন্য উন্মুক্ত থাকবে।
এর আগে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে সকাল ৭টায় ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদের সদস্য ও আওয়ামী লীগের শীর্ষ নেতারা।