৫ মে পর্যন্ত ছুটি, আদেশ জারি
দেশের করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় সাধারণ ছুটি ৫ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দৃপুরে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করে।
আদেশে বলা হয়, করোনা সংক্রমণ রোধে গত ২৬ মার্চ থেকে ৩০ এপ্রিল এবং আগামী ২৫ এপ্রিল এবং আগামী ৩ মে থেকে ৫ মে পর্যন্ত সাধারণ ছুটি। এই ছুটির সঙ্গে আগামী ১ ও ২ মে সাপ্তাহিক ছুটি সংযুক্ত থাকবে।
উল্লেখ্য, করোনাভাইরাসের প্রভাব ঠেকাতে বর্তমানে সরকারের নির্বাহী আদেশে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি চলছিল।