৪৮ দিন পর ফের স্পিকারের চেয়ারে শওকত আলী
ঢাকা: ড. শিরীন শারমিন চৌধুরী স্পিকার নির্বাচিত হওয়ার পর মঙ্গলবার প্রথমবারের মতো অধিবেশন কক্ষে ফিরলেন ডেপুটি স্পীকার কর্নেল (অব:) শওকত আলী। ৪৮ দিন পর ফের স্পীকারের চেয়ারে বসে চিরাচরিত ভাবভঙ্গিমায় অধিবেশন পরিচালনা করেন।
স্পিকার শিরীন শারমিন গতকাল সন্ধ্যার বিরতীর আগে রাজধানীর সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত কমনওয়েলথ মহিলা বিষয়ক মন্ত্রীদের সম্মেলনে যোগদান করতে যাওয়ায় তার কাছে ফের অধিবেশন পরিচালনার সুযোগ আসে। কেননা চলতি অধিবেশনের গত ১১ কার্যদিবস শিরীন শারমিন একাই পরিচালনা করেন; তখন সংসদে নিজ কক্ষে বসে থাকতেন শওকত আলী।
মাগরিবের নামাজের বিরতীর পর ডেপুটি স্পিকারের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। সভাপতির চেয়ারে বসে তিনি স্পীকারের অসমাপ্ত কাজ (বাজেটের ওপর সাধারন আলোচনা) শেষ করেন।
শওকত আলীর সভাপতিত্বে সবশেষ গত ৩০ এপ্রিল জাতীয় সংসদের ১৭তম অধিবেশন পরিচালিত হয়; যখন তিনি ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বে ছিলেন। ওই দিন নতুন স্পীকার হিসেবে শিরীন শারমিন চৌধুরী নির্বাচিত হন; আর শওকত আলী ফের ডেপুটি স্পীকারের দায়িত্বে ফিরে যান।
গুঞ্জল উঠেছিল – শিরীন শারমিন চৌধুরী স্পিকার নির্বাচিত করায় নিজের পদ থেকে পদত্যাগ করবেন শওকত আলী। তাকে প্রধানমন্ত্রীর সংসদ উপদেষ্টা বানানো হচ্ছে। তবে পরবর্তীতে সেই গুঞ্জন নিছকই গুঞ্জন হিসেবেই প্রমানিত হয়। তবে পদত্যাগ না করলেও তাকে এতোদিন অধিবেশন কক্ষে দেখা যায়নি। গত ৩জুন ১৮তম এবং বাজেট অধিবেশন শুরুর পরও তাকে সাংসদের সামনে দেখা যায়নি। গতকাল হঠাৎ করেই তিনি অধিবেশন কক্ষে ফিরে কখনও গুরুগম্ভীর আবার কখনও মুচকি হাঁসির ভঙ্গীমাতেই ১২তম কার্যদিবসের সমাপনি ডাকেন।
ঢাকা জার্নাল, জুন ১৮, ২০১৩।