৩ দিনের সাধারণ ছুটি ঘোষণা
সরকারি-বেসরকারি অফিসে আগামীকাল থেকে তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। রোববার (৪ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, আগামী সোম, মঙ্গল ও বুধবার নির্বাহী আদেশে দেশের সকল সরকারি-বেসরকারি অফিসে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
এদিকে রোববার সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এর আগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়লে ২১ থেকে ২৩ জুলাই সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এরপর অফিস আদালত স্বল্প পরিসরে খুলে দেয়া হয়।