শীর্ষ সংবাদসংবাদ শিরোনাম

৩ জানুয়ারির মধ্যে ফাঁসিতে ঝুলবেন কাদের মোল্লা

 

ঢাকা জার্নাল: একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে আপিল বিভাগ থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার ফাঁসির পূর্ণাঙ্গ রায় বের হয়েছে বৃহস্পতিবার। এখন আপিল বিভাগ রুলস-১৯৮৮, আদেশ-২৬ এর ২ অনুচ্ছেদ অনুযায়ী আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশের ৩০ দিনের মধ্যে রিভিউ আবেদন করতে হবে। নিয়ম অনুয়ায়ী রিভিউ পিটিশন দাখিল করার প্রস্তুতি নিচ্ছেন এমনটা জানালেন কাদের মোল্লার অন্যতম আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম।

এদিকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে আপিল বিভাগের দেয়া মৃত্যুদণ্ডের বিরুদ্ধে পুনর্বিবেচেনার (রিভিউ) জন্য আবেদন করবেন বলে জানিয়েছেন আইনজীবী ব্যরিস্টার আব্দুর রাজ্জাক। রায় প্রকাশের পর বিকালে কাদের মোল্লার প্রধান আইনজীবী রাজ্জাক তাঁর ধানমন্ডির বাসভবনে সংবাদ ব্রিফিংয়ে বলেন, আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে আপিল বিভাগের রায়ের কপি তারা পাননি। কপি পাওয়ার ৩০ দিনের মধ্যে রায় পুনর্বিবেচেনার আবেদন করবেন।

কাদের মোল্লার রায়ের বিরুদ্ধে পুনর্বিবেচেনার আবেদন সাংবিধানিক অধিকার উল্লেখ করে আব্দুর রাজ্জাক বলেন, ‘এ রায় প্রকাশের পর পুনর্বিবেচেনার সুযোগ নাই বলে এটর্নি জেনারেল অফিস থেকে যে ব্যাখ্যা দেয়া হয়েছে তা সঠিক নয়।’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন-১৯৭৩ এ আপিল করার কথা বলা আছে। কিন্ত রিভিউর কথা উল্লেখ নাই-এমন প্রশ্নের জবাবে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বলেন, সংবিধানের ১০৫ অনুচ্ছেদ অনুযায়ী আসামির রিভিউ করার অধিকার আছে।

সংবিধানের ৪৭ (৩)-এ বলা আছে কোনো আইনে মানবতাবিরোধী অপরাধে কাউকে দণ্ড দেয়া হলে সে আইন সংবিধানের সাথে অসামঞ্জস্য হিসেবে গণ্য হবে না।

সংবিধানের ৪৭ক (২)-এ বলা আছে, ‘মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত কোনা ব্যক্তি এ সংবিধানের কোনো প্রতিকারের জন্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন করিতে পারিবে না।’ এ অনুচ্ছেদ অনুযায়ী কাদের মোল্লা সংবিধানের ১০৫ অনুচ্ছেদের রিভিউ অধিকার পাবেন না।

বাংলাদেশ জেল কোড অনুয়ায়ী চূড়ান্ত রায়ের ২১দিন পর আর ২৮ দিনের আগে ফাঁসির দণ্ড কার্য়কর করতে হবে।

সেই হিসেবে আর মাত্র ২৮ দিনের মধ্যে অর্থাৎ আগামী ৩ জানুয়ারির মধ্যে কাদের মোল্লার ফাঁসি হয়ে যেতে পারে।

লিখেছেন – ফেরদৌস আল হাসান, এটিএন টাইমস, ঢাকা । 

ঢাকা জার্নাল, ডিসেম্বর ৫, ২০১৩।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.