স্পটলাইট

৩ কেন্দ্রের ভোট বাতিল

অনিয়মের কারণে সারা দেশে ৩টি কেন্দ্রের ভোটগ্রহণ বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর আলম। অন্যদিকে সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত সারা দেশে ১৮ দশমিক ৫০ ভাগ ভোট পড়েছে বলে জানান তিনি।

রবিবার (৭ জানুয়ারি) দুপুর ১টার দিকে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের ব্রিফিং করেন তিনি।

জাহাংগীর আলম বলেন, ‘দেশের ৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ চলছে। এর মধ্যে প্রায় ৯২ ভাগ ভোটকেন্দ্রে সকাল বেলা ব্যালট পেপার পৌঁছে দেওয়া হয়েছে এবং যথাসময়ে ভোটগ্রহণ শুরু হয়েছে। এর মধ্যে বিভিন্ন অনিয়মের কারণে তিনটি কেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে। যার একটি নরসিংদীতে আর অপর দুটি নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার উপজেলায়।’

তিনি জানান, এর মধ্যে একটি কেন্দ্রে সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে ১২০০ ভোট জোর করে মেরেছিল, সেই কেন্দ্রটি বন্ধ করা হয়েছে। যারা এ কাজ করেছিল তাদের পুলিশ ধরার চেষ্টা করছে। আর একজন সরকারী প্রিজাইডিং অফিসার যে এই কাজে সহযোগিতা করেছিল তাকে আটক করা হয়েছে। এ ছাড়া আমার জানামতে, অনিয়মের বিভিন্ন কারণে তিন জনকে সাজা দেওয়া হয়েছে।’

সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভোটগ্রহণের হার প্রসঙ্গে মো. জাহাংগীর আলম বলেন, ‘ঢাকা বিভাগে ১৭ ভাগ, চট্টগ্রামে ২০ ভাগ, সিলেটে ১৮ ভাগ, বরিশালে ২২ ভাগ, খুলনায় ২১ ভাগ, রাজশাহীতে ১৭ ভাগ, ময়মনসিংহতে ২০ ভাগ। গড়ে সারা দেশে ১৮ দশমিক ৫০ ভাগ ভোট পড়েছে।’

মুন্সীগঞ্জে একজন মারা যাওয়ার ঘটনা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে আমরা জেনেছি ঘটনাটি ঘটেছে কেন্দ্রের পাশে, কোনও ভোটকেন্দ্রে নয়। এই ঘটনার সঙ্গে ভোট সম্পৃক্ত নয়। প্রকৃত ঘটনা তদন্তের পর জানা যাবে।’