৩৬ মাসে ৭১ বার বিদেশ সফর
ঢাকা: বিভিন্ন দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কন্নয়নের লক্ষ্যে ৩৬ মাসে ৭১টি প্রতিনিধি দল প্রেরণ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার জাতীয় সংসদে মোসাম্মৎ শাম্মী আক্তারের লিখিত প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনি এই তথ্য জানান।
দীপু মনি সংসদকে জানান, ২০০৯ সাল থেকে ২০১২ সালের মধ্যে এসব প্রতিনিধি দল প্রেরণ করা হয়। তবে একই সময়ের মধ্যে অনান্য মন্ত্রণালয়-বিভাগ থেকে কতটি প্রতিনিধি দল সফর করেছে তার কোন তথ্য নেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে।
দীপু মনি আরো জানান, তথ্য অনুযায়ি, এসব সফরের সিংহভাগ জুড়ে রয়েছে ‘বাংলাদেশ-ভারত ও মিয়ানমারের সাথে সমুদ্রসীমা সংক্রান্ত আলোচনা’।
সফরকারি দেশগুলোর মধ্যে রয়েছে- যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ১৭বার করে, মিয়ানমারে দুই বার, নেদারল্যান্ডে দুই বার, জার্মানীতে আট বার, জ্যামাইকায় তিনবার, রাশিয়ায় তিন বার, চীনে দুই বার।
এছাড়া ভারত, মোনাকো, সংযুক্ত আরব আমিরাত, জেনেভা, শ্রীলংকা, সুইডেন, ফ্রান্স, স্পেন, বেলজিয়াম, ইতালি, সুইজারল্যান্ড, লাটভিয়া, বেলারুশ, লাওস, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, জাপান, কানাডা, মরিশাসে একবার করে প্রতিনিধি পাঠানো হয়।
বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৩
এসএমএ/