৩০৮ রানে এগিয়ে থেকে দিন শেষ করল ভারত
ঢাকা জার্নাল ডেস্ক
চেন্নাই টেস্টের দ্বিতীয় দিনে আজ (শুক্রবার) বিশাল লক্ষ্য তাড়া করতে ব্যাট হাতে নেমেছিল বাংলাদেশ। ভারতের করা ৩৭৬ রানের জবাবে মাঠে নেমেই ধাক্কা খায় নাজমুল শান্তর দল। একের পর উইকেট হারাতে থাকে সফরকারীরা। এক পর্যায়ে ফলো-অন এড়ানোটাই ছিল বাংলাদেশের মুখ্য উদ্দেশ্য, তবে সেটি করতেও ব্যর্থ হন তারা। দলীয় ১৪৯ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ।
বাংলাদেশকে ফলো-অনে ফেললেও দ্বিতীয় ইনিংসে শুরুতে নিজেরাই আবার ব্যাটিংয়ে নামার সিদ্ধান্ত নেন স্বাগতিক দলের অধিনায়ক। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাসেনি রোহিত শর্মার।
দ্বিতীয় দিনের শেষ পর্যন্ত ভারতের তিনটি উইকেট শিকার করেছেন টাইগার বোলাররা। ২৩ ওভার শেষে স্কোরবোর্ডে ৮১ রান জমা করেছে স্বাগতিকরা। এতে ৩০৮ রানের লিডে আছে তারা।
এর আগে ম্যাচের প্রথম দিন ৮০ ওভার ব্যাটিং করে ৬ উইকেট হারিয়ে দলীয় ৩৩৯ রান সংগ্রহ করেছিল ভারত। আজ ব্যাট হাতে মাঠে নামার পর স্কোরবোর্ডে আর মাত্র ৩৭ রান যোগ করতে পেরেছে স্বাগতিকরা।
ভারতের মাটিতে তাদের বিশ্বমানের বোলারদের বিপক্ষে এই রান তাড়া করে লিড নেওয়াটা বেশ কঠিন হবে তা অনুমেয়ই ছিল। যার আভাস মিলেছে প্রথম ওভারেই। ইনিংসের প্রথম ওভারের শেষ বলে টাইগার ওপেনার সাদমান ইসলামকে বোল্ড করে ফেরান জাসপ্রিত বুমরাহ।
এরপর সফরকারী দলের আর কেউই ব্যাট হাতে বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি। সাজঘরে আসা-যাওয়ার মধ্যেই ছিলেন টাইগার ব্যাটাররা। দলের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ৩২ রান এসেছে সাকিব আল হাসানের ব্যাট থেকে।
সংক্ষিপ্ত স্কোরঃ
ভারত ১ম ইনিংসঃ ৩৭৬ (৯১.২ ওভার); অশ্বিন ১১৩, জাদেজা ৮৬, জয়সওয়াল ৫৬, রিশভ ৩৯; হাসান ৫-৮৩, তাসকিন ৩-৫৫, মিরাজ ১-৭৭, নাহিদ ১-৮২
বাংলাদেশ ১ম ইনিংসঃ ১৪৯ (৪৭.১ ওভার); সাকিব ৩২, মিরাজ ২৭*, লিটন ২২, শান্ত ২০; বুমরাহ ৪-৫০, জাদেজা ২-১৯, সিরাজ ২-৩০, আকাশ ২-১৯
ভারত ২য় ইনিংসঃ ৮১/৩ (২৩ ওভার); গিল ৩৩*, কোহলি ১৭, রিশভ ১২*, জয়সওয়াল ১০; মিরাজ ১-১৬, নাহিদ ১-১২, তাসকিন ১-১৭