২ দিনের রিমান্ডে মোশাররফ
ঢাকা জার্নাল: পাকিস্তানের সাবেক সেনা শাসক পারভেজ মোশাররফকে ইসলামাবাদের এক আদালত সাব জেলে পাঠানোর নির্দেশ দিয়েছে। একই সঙ্গে তার দু’দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
শুক্রবার ভোরে পুলিশ তাকে গ্রেপ্তার করে ইসলামাবাদের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে এ নির্দেশ দেয়া হয়।
এদিকে ইসলামাবাদের শহরতলীতে অবস্থিত মোশাররফের চাক শাহজাদের ‘ফার্ম হাউস’কেই সাবজেল ঘোষণা করা হয়েছে এবং এখানেই তাকে আটক রাখা হবে।
এছাড়া মোশাররফকে দু’দিনের মধ্যে সন্ত্রাসবিরোধী আদালতে হাজির করারও নির্দেশ দেয় আদালত।
এর আগে গত বৃহস্পতিবার সকালে ইসলামাবাদ হাইকোর্ট বিচারকদের বরখাস্ত মামলায় মোশাররফের জামিন খরিজ করে তাকে গ্রেপ্তারের নির্দেশ দিলে তিনি আদালত থেকে পালিয়ে যান। পরে পুলিশ তাকে তার ‘ফার্মহাউস’ থেকে গ্রেপ্তার করে।
এদিকে বৃহস্পতিবার পাকিস্তান মুসলিম লীগের মহাসচিব মোহাম্মদ আমজাদ জানিয়েছিলেন তাকে গ্রেপ্তার করার পর তারা জামিনের আবেদন করবেন।
তিনি আরও জানান, মোশাররফকে গ্রেপ্তার করা সত্বেও মুসলিম লীগ ১১ মের নির্বাচনে অংশ নেবে।