২৯২ জন চিকিৎসকের পদোন্নতি
স্বাস্থ্য কাডারের ২৯২ জন চিকিৎসকের পদোন্নতি দিয়ে ষষ্ট গ্রেডে উন্নীত করা হয়েছে। এছাড়া ৭২৮ জন চিকিৎসদের সিলেকশন গ্রেডভূক্ত (পঞ্চম গেডে) করা হয়েছে। সোমবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এসব চিকিৎসকদের পদোন্নতি ও সিলেকশন গ্রেড দেওয়া হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব হুমায়ূন কবীর জানান,বিকেলের মধ্যে আদেশ জারি করা হবে।
সপ্তম গ্রেড থেকে ষষ্ট গ্রেডে পদোন্নতি পাওয়া চিকিৎসকদের মধ্যে ইউএস এন্ড এফপিও সমমানের পদের কর্মকর্তা- সহকারি অধ্যাপক এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা রয়েছেন।
অপরদিকে পঞ্চম গ্রেডে পদোন্নতি পাওয়া ৭২৮ জনের মধ্যে রয়েছেন ডেপুটি সিভিল সার্জান, আরএমও এবং কিউরেটর।