২১ চেয়ারম্যান প্রার্থী হত্যা মামলার আসামি: সুজন
পঞ্চম ধাপে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ৩৫৪ জন প্রার্থীর মধ্যে ২১ জনের বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে। এসব হত্যা মামলাসহ বিভিন্ন অপরাধে ফৌজদারি মামলা রয়েছে ১২২ জনের নামে।
শুক্রবার সকালে রাজধানীর মণিসিংহ সড়কে মুক্তিভবনে ‘পঞ্চম পর্যায়ের উপজেলা নির্বাচনে প্রতিন্দ্বিতাকারী চেয়ারম্যান প্রার্থীদের তথ্য প্রকাশ’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে সুশাসনের জন্য নাগরিক-সুজন এ কথা জানায়।
সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনে প্রার্থীদের দেয়া হলফনামা অনুসারে প্রতিবেদন উপস্থাপন করেন সুজনের সহকারী সমন্বকারী সানজিদা হক।
প্রতিবেদনে জানানো হয়, শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ৩৫৪ প্রার্থীর ৪৫.৪৮ শতাংশ অর্থাৎ ১৬১ জন স্নাতক বা স্নাতকোত্তর। যদিও ৩৪.১৮ শতাংশ বা ১২১ জনের শিক্ষাগত যোগ্যতা এসএসসির কম। ৬৪.৯৭ শতাংশ চেয়ারম্যান প্রার্থীর পেশা ব্যবসা এবং কৃষিকাজের সঙ্গে জড়িত আছেন ১৬.৯৫ শতাংশ অর্থাৎ ৬০ জন প্রার্থী।
এসময় সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার উপস্থিত ছিলেন।