১ থেকে ৩ এপ্রিল সিএনজি অটোরিকশা ধর্মঘট
ঢাকা জার্নাল: জমা ও ভাড়া বাড়ানোর দাবিসহ ৫ দফা দাবিতে মঙ্গলবার থেকে টানা ৭২ ঘণ্টার ধর্মঘটে যাচ্ছেন সিএনজি অটোরিকশা মালিকরা। শনিবার বিকেলে সংবাদ সম্মেলনে ধর্মঘটের এই ঘোষণা দেওয়া হবে।
ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা মালিক সমিতির সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম ধর্মঘটের বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা ব্যবসায়ী-মালিক সমিতি, ঢাকা সিটি সিএনজি অটোরিকশা ব্যবসায়ী মালিক-সমিতি ও ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা ওনার্স অ্যাসোসিয়েশন যৌথভাবে এই ধর্মঘটে যাচ্ছে।
ফরিদুল ইসলাম জানান, আমাদের প্রধান দাবি সিএনজি অটোরিকশার লাইফ টাইম ১১ থেকে বাড়িয়ে ১৫ বছর করতে হবে। এছাড়া মিশুকের পরিবর্তে প্রতিশ্রুত সিএনজি অটোরিকশা দ্রুততম সময়ের মধ্যে দিতে হবে। মালিকের জমা ৭শ’ টাকা থেকে বাড়িয়ে ৯শ’ টাকা করতে হবে। জমার পাশাপাশি সর্বনিম্ন ভাড়া (প্রথম দুই কিলোমিটার) ২৫ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা, প্রতি কিলোমিটারের ভাড়া ৭.৬৪ টাকা থেকে বাড়িয়ে ১২ টাকা করতে হবে।
‘সিএনজি অটোরিকশা নির্ধারিত ভাড়ায় চলে না’ একথা স্মরণ করিয়ে দিলে জবাবে ফরিদুল ইসলাম বলেন, ২০১১ সালে সিএনজির দাম বাড়ার পর থেকে অনিয়ম শুরু হয়েছে। আমরা চাই নিয়মের মধ্যে আসুক। তাই জমা এবং ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছি।
ঢাকা জার্নাল, মার্চ ২৮, ২০১৪।