১৪ মে’র পরীক্ষা ১৮ মে
ঢাকা জার্নাল: জামায়াতের ডাকা হরতালের কারণে মঙ্গলবারের (১৪ মে) এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করেছে সরকার। এই পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৮ মে শনিবার।
যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াতের জ্যেষ্ঠ নায়েবে আমির একেএম ইউসুফকে গ্রেফতারের প্রতিবাদে এ হরতাল ডাক দেয় জামায়াত।
মঙ্গলবার সকাল ১০টা থেকে আটটি সাধারণ বোর্ডের অধীনে ইসলাম শিক্ষা দ্বিতীয়পত্র, বেলা দুইটা থেকে সংস্কৃত দ্বিতীয়পত্র ও পালি দ্বিতীয়পত্র পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি তাসলিমা বেগম জানান, ১৮ মে সকালের পরীক্ষা হবে সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত। বিকেলের পরীক্ষা হবে দুপুর দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত।
বিএনপি, জামায়াত সহ অন্যান সংগঠনের ডাকা হরতালের কারণে এইচএসসি ও সমমানের মোট ৩৮টি বিষয়ের পরীক্ষা পিছিয়ে গেল।
এ নিয়ে হরতালের ফলে ৭ দিনের মোট ৩৭টি বিষয়ের পরীক্ষা পেছানো হলো।