হেফাজত নেতা বাবুনগরী গ্রেফতার
ঢাকা জার্নাল: দুইদিনের সহিংসতার ঘটনায় হেফাজত নেতা বাবুনগরীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেফতারের পর হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবুনগরীকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।
ডিবি সূত্র জানিয়েছে, পল্টন থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। মঙ্গলবার সকালে তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়ে আদালতে পাঠানো হবে।
সোমবার রাত আটটার দিকে লালবাগ এলাকা থেকে বাবুনগরীকে গ্রেফতার করে পুলিশ।
দুপুরে হেফাজতের ঢাকা মহানগর অফিসে অভিযান পরিচালনাকারী ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ অঞ্চলের উপকমিশনার (ডিসি) হারুনুর রশিদ গ্রেফতারে খবর নিশ্চিত করেন।