‘হেফাজতে ইসলামকে অচল করা হবে’
ঢাকা জার্নাল: সম্প্রতি হেফাজতে ইসলামের ‘দেশ অচল করে দেয়ার’ হুমকির কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, “যারা দেশ অচল করে দেয়ার কথা বলে তাদের অচল করার জন্যে সরকার ও জনগণের তরফ থেকে সর্বাত্মক শক্তি আমরা প্রয়োগ করবো।”
শনিবার সকালে চাঁদপুরের কচুয়ায় মুক্তিযোদ্ধা মার্কেটের ভিত্তি প্রস্তর উদ্বোধন শেষে হেফাজতে ইসলামের দেশ অচল করার হুমকি প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
চট্টগ্রামের ফটিকছড়িতে হেফাজতে ইসলামের কর্মকাণ্ড প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘‘আজ (শনিবার) সকাল পর্যন্ত এসব অবরাধীর মধ্যে মওলানা নুরীসহ প্রায় ৪২ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার অভিযান চলছে। অভিযুক্ত প্রত্যেককে গ্রেফতার করে দেশের প্রচলিত আইনে অনুযায়ী বিচার করে আমরা প্রমাণ করবো- ধর্মের নামে এ দেশে কোনো মানুষকে প্রবঞ্চিত করা যাবে না।’’
এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান ও আ’লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন সোহাগ, কামরুন্নাহার চৌধুরী প্রমুখ।