হেফাজতের মঞ্চে এসে বিএনপি-জাপার সংহতি
ঢাকা জার্নাল: হেফাজতে ইসলামের সমাবেশ মঞ্চে উপস্থিত হয়ে সংহতি জানালেন বিএনপি ও জাতীয় পার্টির সিনিয়র নেতারা। বেলা পৌনে বারোটার দিকে মঞ্চে উপস্থিত হন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমেদ ও আতিকুর রহমান।
পরে দুপুর পৌনে তিনটার পর মঞ্চে আসেন বিএনপির দুই সিনিয়র নেতা স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন ও ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা।
এ সময় তারা হেফাজতে ইসলামের কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে কিছুক্ষণ অবস্থান করে মঞ্চ ত্যাগ করেন।
ঢাকা জার্নাল, এপ্রিল ০৬, ২০১৩