প্রথম সেশনে বাংলাদেশের দাপট
ঢাকা জার্নাল ডেস্ক
চেন্নাইয়ের মাঠে হাসান মাহমুদের আগুনে বোলিংয়ে দিনের শুরুটা নিজেদের নামে করে নিয়েছে বাংলাদেশ। টস হেরে শুরুতে ব্যাট হাতে নেমেই দলীয় ৩৪ রানের মাথায় তিন উইকেট হারায় ভারত। প্রথম সেশনে পরে আর কোনো উইকেট না হারিয়ে দলীয় ৮৮ রানে মধ্যহ্ন বিরতিতে গেল ভারত।
স্বাগতিক দলের সবচেয়ে নির্ভরযোগ্য দুই ব্যাটার, রোহিত শর্মা ও বিরাট কোহলি সাজঘরে ফেরত যান ব্যক্তিগত মাত্র ৬ রান করেই। শুবমান গিলও রানের খাতা খোলার আগেই আউট হন। দিনের প্রথম ভাগের তিনটি উইকেটই শিকার করেছেন টাইগার পেসার হাসান মাহমুদ।
শুরুটা ভালো না হলেও আরেক ওপেনার যশস্বী জয়সওয়াল ও রিশভ পন্ত ভালোভাবেই দলের হাল ধরেছেন। তাদের জুটিতে ভর করেই রানের চাকা সচল রেখেছেন স্বাগতিকরা। ৩৪ রানে শুরুর তিন ব্যাটারকে হারানোর পর ৮৮ রান পর্যন্ত আর কোনো উইকেট হারায়নি তারা।
হাসানের বোলিং তোপের মুখে পড়ে তিন ব্যাটারের কেউই দুই অঙ্কে যেতে পারেননি। রোহিত ৬, শুবমান ০ আর কোহলি বিদায় নেন ৬ রান করে। শুরুর এক ঘণ্টায় হাসান ৫ ওভারে ২ মেইডেন দিয়ে ৬ রান খরচায় তুলে নিয়েছেন ৩টি উইকেট।
সংক্ষিপ্ত স্কোরঃ
ভারতঃ ৮৮/৩ (২৩ ওভার); জয়সওয়াল ৩৭*, রিশভ ৩৩*; হাসান ৩-১৪, তাসকিন ০-৩৩