Leadখেলা

হাসান মাহমুদের ‘এক হালি’

ঢাকা জার্নাল ডেস্ক

চেন্নাই টেস্টের শুরুটা দারুণ করেছে সফরকারী বাংলাদেশ। এই দারুণ শুরুর মূল নায়ক হচ্ছেন টাইগার পেসার হাসান মাহমুদ। দিনের প্রথম সেশনে দলীয় ৩৪ রানেই টপ অর্ডারের তিন ব্যাটারকে হারায় ভারত। সবকটি উইকেটই তুলে নিয়েছেন হাসান। মধ্যহ্ন বিরতির পর দ্বিতীয় সেশনের শুরুতে আবারও আঘাত হানলেন হাসান, এবার তার শিকার হয়েছেন স্বাগতিক দলের হাল ধরতে থাকা রিশভ পন্ত।

পাকিস্তান সিরিজের রূপটাই যেন আরও একবার দেখাচ্ছেন হাসান। রাওয়ালপিন্ডির দুই টেস্ট ম্যাচে মোট ৮টি উইকেট তুলে নিয়েছিলেন তিনি, যার মধ্যে একটি ফাইফারও ছিল। এবার চেন্নাইয়ের মাটিতেও নিজের ঝলক দেখাচ্ছেন হাসান। ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনেই পরপর চার উইকেট শিকার করলেন তিনি।

হাসানের বোলিং তোপের মুখে পড়ে শুরুর তিন ব্যাটারের কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। অধিনায়ক রোহিত ৬, শুবমান ০ এবং কোহলি বিদায় নেন ব্যক্তিগত ৬ রান করার পর। এবার দ্বিতীয় সেশনের শুরুতেই রিশভ পন্তকে ফেরালেন হাসান, ব্যক্তিগত ৩৯ রান এসেছিল ভারতের উইকেটকিপারের ব্যাট থেকে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত, ২৮ ওভার শেষে স্বাগতিকদের দলীয় সংগ্রহ চার উইকেট হারিয়ে ১০৩ রান।