শিক্ষা-সংস্কৃতিস্পটলাইট

হলে ঢুকতে দেননি কেন্দ্র সচিব, মন্ত্রী বললেন ‘খতিয়ে দেখবো’

নোয়াখালীতে যানজটে পড়ে কেন্দ্রে পৌঁছাতে দেরি হওয়ায় এক শিক্ষার্থীকে এসএসসি পরীক্ষা দিতে দেননি কেন্দ্র সচিব। এই বিষয়টি শিক্ষামন্ত্রীর নজরে আনা হলে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন,  ‘বিষয়টা খতিয়ে দেখবো।’

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সচিবালয়ে এসএসসি ও সমমান পরীক্ষা নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।

এর আগে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শিক্ষামন্ত্রী দীপু মনির সভাপতিত্বে আইনশৃঙ্খলা ও জাতীয় মনিটরিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘যানজটের কারণে পরীক্ষা শুরুর পর অনেক শিক্ষার্থীকে দেরিতে কেন্দ্রে আসতে দেখা গেছে।  এ বিষয়ে পদক্ষেপ কী তা জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, ‘কথা ছিল পরীক্ষা হলে শিক্ষার্থীরা সাড়ে ৯টার মধ্যে প্রবেশ করবে। তারপর যদি কেউ প্রবেশ করে, পরীক্ষা শুরুর ১৫ মিনিট বা আধাঘণ্টা পরে যদি আসে তাহলে কিন্তু আসলেই একটা সমস্যা। তারপরও আমরা বিষয়টা খতিয়ে দেখবো, কী করা যায়। , এখন দেড় ঘণ্টার পরীক্ষা, এমনিতেও পরীক্ষা ‍শুরু হয়ে যাওয়ার পরে ২-৪ মিনিট পর যদি কেউ আসে কখনও কখনও অ্যালাউ করা হয়, তারপর আর অ্যালাউ করা হয় না। তারপরও বিশেষ পরিস্থিতি আমরা খতিয়ে দেখবো।

শুভেচ্ছা জানানোর অনুষ্ঠানের জন্য একটি ছাত্র সংগঠনের নেতাকর্মীদের রাস্তা অবরোধের কারণে একটি কেন্দ্রে দুজন শিক্ষার্থী সকাল ১০টার পরে ঢুকতে বাধ্য হয়েছে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো যায় কিনা জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, ‘এটি একেবারেই অনাকাঙ্ক্ষিত একটি বিষয় এবং এটি হওয়া উচিৎ না। এই পরীক্ষাগুলোর সময় পরীক্ষার্থীদের যাতায়াতে বিঘ্ন হয় এরকম কিছু করা উচিত নয়।’