হরতাল সফল, ডাঁহা মিথ্যাচার : স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা জার্নাল: বিএনপি’র টানা ৩৬ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনে স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, “হরতাল সফল হয়েছে বলে বিএনপি যে দাবি করছে তা ডাহা মিথ্যাচার।
বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “জনগণ এ হরতাল প্রতাখ্যান করেছে। তারা সংখ্যালঘিষ্টের মতামত অন্যের ওপর চাপিয়ে দিচ্ছে।”
হরতালে গাড়ি পোড়ানোর প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “কারা গাড়ি পুড়িয়েছে, কাদের অর্থায়নে পুড়িয়েছে এবং কার নির্দেশে পুড়িয়েছে তাদের (বিএনপি) কাছে জানতে চান।
উল্লেখ্য, সরকারের পদত্যাগ ও গণহত্যার অভিযোগ তুলে বুধ ও বৃহস্পতিবার টানা ৩৬ ঘণ্টার হরতাল দেয় বিএনপির নেতৃত্বধীন ১৮ দলীয় জোট।
ঢাকা জার্নাল, মার্চ ২৮, ২০১৩