হবিগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
ঢাকা জার্নাল: হবিগঞ্জের ঢাকা-সিলেট রেলপথের বাহুবল উপজেলার তুঙ্গেশ্বর বাজারের কাছে কুশিয়ারা ট্রেনে কাটা পড়ে আব্দুল হাই (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাত ১০টায় বাহুবল উপজেলার তুঙ্গেশ্বর বাজারের লেবেল ক্রসিংয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে। আব্দুল হাই বাহুবল উপজেলার দত্তপাড়া গ্রামের আমির আলীর ছেলে।
রাতে সিলেট থেকে আখাউড়াগামী যাত্রীবাহী কুশিয়ারা ট্রেনটি বাহুবল উপজেলার তুঙ্গেশ্বর বাজারের লেবেল ক্রসিং অতিক্রমকালে আব্দুল হাই কাটা পড়ে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা জার্নাল, ফেব্রুয়ারি ১৮, ২০১৪।