হতাশ গুগল !
ঢাকা জার্নাল: গুগলে কোনো কিছু খুঁজতে গেলে স্বয়ংক্রিয়ভাবে সে আপনাকে কিছু ‘সাজেশন’ দেয়৷ ফলে কোনো শব্দের বানান সঠিক না জানলেও সাজেশনের কারণে আপনি ঠিক বিষয়টা পেয়ে যেতে পারেন৷ এই সেবার নাম ‘অটোকমপ্লিট’৷
সম্প্রতি জার্মানির এক ব্যক্তি এই সেবার বিরুদ্ধে আদালতে মামলা করেন৷ গণমাধ্যমে ঐ ব্যক্তির নাম ‘আরএস’ বলা হচ্ছে৷ তাঁর অভিযোগ, কেউ যদি তাঁর পরিচালিত কোম্পানি খুঁজতে গুগলের জার্মান ভাষার ওয়েবসাইটে কিছু লেখে তাহলে সাজেশন হিসেবে ‘সায়েন্টোলজি’, ‘প্রতারক’ এমন সব মানহানিকর শব্দ চলে আসে৷
উল্লেখ্য, সায়েন্টোলজি হচ্ছে একটা ধর্মীয় সম্প্রদায় যাদের কাজকর্ম জার্মানির সংবিধান পরিপন্থি বলে মনে করা হয়৷ তবে সায়েন্টোলজির অনুসারীরা এটা মানতে রাজি নন৷
বিষয়টা নিয়ে ‘আরএস’ আদালতে মামলা করে অটোকমপ্লিট সেবা বন্ধ করে দেয়ার অনুরোধ জানায়৷ এই প্রেক্ষিতে আদালত গুগলকে আরএস এর অনুরোধ বাস্তবায়ন করার নির্দেশ দেয়৷
আদালত রায়ে আরও বলে যে, গুগলকে অটোকমপ্লিট সেবা পুরোপুরি বাতিল করতে হবে না৷ তবে অন্য কোনো ব্যবহারকারী যদি ভবিষ্যতে নির্দিষ্টভাবে তার বিষয়ে অনুরোধ করে তাহলে গুগলকে সেটা আমলে নিতে হবে৷
গুগল অবশ্য আদালতের এ রায়ে হতাশা প্রকাশ করেছে৷ তারা বলছে, অটোকমপ্লিট সেবা স্বয়ংক্রিয়ভাবে হয়ে থাকে৷ বেশিরভাগ ব্যবহারকারী যা খোঁজে সেটা বিবেচনা করেই সাজেশন দেয় এই সেবা৷
এর আগেও জার্মানিতে অটোকমপ্লিট নিয়ে গুগলের বিরুদ্ধে মামলা হয়েছে৷ সেটা ছিল জার্মানির সাবেক ফার্স্ট লেডি বেটিনা ভুল্ফকে নিয়ে৷ মামলায় অভিযোগ করা হয়, বেটিনা ভুল্ফ লিখতে গেলে অটোকমপ্লিট সেবার মাধ্যমে ‘যৌনকর্মী’ সহ আপত্তিকর শব্দ চলে আসে!
সেই মামলাটি এখনো চলছে৷
জেডএইচ/ডিজি (এপি)