সুপ্রিমকোর্টে আইনজীবী-সাংবাদিক হাতাহাতি
সুপ্রিমকোর্টে আইনজীবী ও সাংবাদিকদের মধ্যে হাতাহাতি ঘটনা ঘটেছে।
বুধবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, প্রথম আলো সংক্রান্ত আদালত অবমাননার মামলায় দৈনিক সমকাল ও নয়াদিগন্তের সম্পাদক এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি-সাধারণ সম্পাদকসহ কয়েকজন সাংবাদিককে তলব করে হাইকোর্ট। আদালতের নির্দেশে নেতৃবৃন্দসহ সাংবাদিকরা সকাল ১০টার দিকে আদালতে আসেন।
বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ শুনানি হবার কথা।
আদালতের ভেতর সাংবাদিকরা প্রবেশ করার পর কয়েকজন আইনজীবী বিরূপ মন্তব্য শুরু করেন। এক পর্যায়ে আইনজীবীরা যাদের তলব করা হয়েছে, তারা ছাড়া অন্য সাংবাদিকদের আদালত থেকে বের হয়ে যেতে বলেন। এ সময় তর্কাতর্কির এক পর্যায়ে আইজীবীরা সাংবাদিকদের গায়ে হাত তুললে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শুরু হয় ধস্তাধস্তি।