সিরাজগঞ্জে সংঘর্ষ চলছে, পুলিশসহ আহত ৩০
ঢাকা জার্নাল: সিরাজগঞ্জে বিএনপির ডাকা মঙ্গলবারের হরতাল চলাকালে পুলিশের সঙ্গে পিকেটারদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ সদস্যসহ বিএনপির অন্তত ৩০ নেতাকর্মী আহত হয়। তবে প্রাথমিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।
সকাল ৮টার দিকে শহরের নিউ ঢাকা রোডের চামড়াপট্টি, রেলগেট ও বাজারস্টেশন এলাকায় এসব সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে পুলিশ প্রায় অর্ধশতাধিক রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করেছে। সকাল ৯টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ চলছিল।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, সকালে বিএনপি নেতাকর্মীরা নিউ ঢাকা রোড এলাকায় মিছিল বের করে। এ সময় হরতাল সমর্থকরা পুলিশকে লক্ষ্য করে ইট, পাটকেল নিক্ষেপ করলে সংঘর্ষ বাঁধে।এ সময় ধাওয়া পাল্টা ও ইটপাটকেল নিক্ষেপে এক পুলিশ সদস্যসহ অন্তত ৩০ জন আহত হয়। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করেছে।
ঢাকা জার্নাল, মার্চ ১২, ২০১৩