uncategory

সাড়ে ১৮ হাজার কমিউনিটি ক্লিনিক স্থাপনের কাজ চলছে: শিল্প প্রতিমন্ত্রী

banglabarta_20120626024136ঢাকা জার্নাল: শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী বলেছেন, সরকার প্রতি ছয় হাজার লোকের জন্য সারা দেশে সাড়ে ১৮ হাজার কমিউনিটি ক্লিনিক স্থাপন কাজ চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে দেশে ১৩ হাজারের অধিক কমিউনিটি ক্লিনিকের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে।
গতকাল শুক্রবার রাজশাহী শিল্পকলা একাডেমীতে কমিউনিটি ক্লিনিকের কার্যক্রমের অধিকতর উন্নয়নে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার-সিএইচসিপিদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান। আলোচনা সভায় স্থানীয় সংসদ সদস্য মেরাজ উদ্দিন মোল্লা ও জিন্নাতুননেসা তালুকদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী সবাইকে দায়িত্ব সচেতন হয়ে নিষ্ঠা ও সেবার মনোভাব নিয়ে গরিব-দুঃখী মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার কাজে আত্মনিয়োগ করার আহ্বান জানান। জেলা সিভিল সার্জন ডা. শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য উপপরিচালক ডা. তৌফিকুল আলম, অতিরিক্ত প্রকল্প পরিচালক ডা. ফিরোজ মিয়া বক্তব্য রাখেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.