সারা দেশে বিক্ষোভ সমাবেশের ঘোষণা গণতন্ত্র মঞ্চের
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘আওয়ামী লীগ সরকার কর্তৃক নিশিরাতের ভোট চুরির’ প্রতিবাদে আগামী ৩০ ডিসেম্বর সারা দেশে বিক্ষোভ সমাবেশ পালনের ঘোষণা দিয়েছে গণতন্ত্র মঞ্চ। রবিবার (২৪ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চ আয়োজিত এক সমাবেশে সভাপতির বক্তব্যে নতুন এই কর্মসূচি ঘোষণা করেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহিদ উদ্দিন মাহমুদ স্বপন।
তিনি বলেন, এই সরকারের ২০১৮ সালের নিশিরাতের ভোট চুরির প্রতিবাদে আগামী ৩০ ডিসেম্বর সারা দেশে বিক্ষোভ সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ। পাশাপাশি আগামীকালের (সোমবার) পরেও এই কয়দিন যুগপৎ ধারার আন্দোলনের আমাদের কর্মসূচি থাকবে। আমরা লড়াই করে দেশের জনগণকে এই ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী সরকারের হাত থেকে মুক্ত করবো।
সমাবেশে আরও বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু প্রমুখ।