Lead

সাবেক সেনা কর্মকর্তা হাসান সারওয়ার্দী গ্রেফতার

রাজধানীর বিএনপি কার্যালয়ে কথিত বাইডেনের উপদেষ্টা পরিচয়ে সংবাদ সম্মেলনে পেছন থেকে সহায়তা করার অভিযোগে সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) হাসান সারওয়ার্দীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সাভার এলাকা থেকে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ।

তিনি বলেন, গোয়েন্দা কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এছাড়া তার বিরুদ্ধে পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে এ ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখে সেই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে।