সানি লিওনের মেরি ক্রিসমাস (ভিডিওসহ)
ঢাকা: গুগল সার্চে নরেন্দ্র মোদি, শচীন, শাহরুখকে পিছনে ফেলে সানি লিওন৷ বক্স অফিস কালেকশনে তাঁর ছবি কিছু করতে না পারলেও সানি কিন্তু জনপ্রিয়তার শীর্ষে৷ আর সেই পপুলারিটিকে ক্যাশ করতেই সানি এবার নিজের টু্ইটার অ্যাকাউন্টে আপলোড করেন ক্রিসমাস শুভেচ্ছার ভিডিও৷ স্যান্টা সেজে সানি ফ্যানদের জানালেন ‘মেরি ক্রিসমাস’৷
আপাতত, সানি আছেন নিউ ইয়র্কে৷ সেখানে স্বামী ড্যানিয়েলকে নিয়ে ব্যস্ত আছেন বক্সিং জিমের ব্যবসা শুরু করতে৷ বড়দিন আর নতুন বছর ড্যানিয়েলের সঙ্গেই কাটাবেন সানি৷ জানুয়ারিতেই ফিরে আসবেন মুম্বাইয়ে৷ কারণ, তাঁর নতুন ছবি ‘রাগিনি এমএমএস’-এর প্রোমোশনে নামতে হবে তাঁকে৷