সাংবাদিক শফিকুল ইসলাম করোনা আক্রান্ত
সাংবাদিক শফিকুল ইসলাম করোনা আক্রান্ত হয়ে বাসায় আইসোলেশনে রয়েছেন। গত ছয়দিন ধরে তার কাশি দেখা দিলে রবিবার করোনাভাইরাসের উপস্থিতি নিশ্চিত হতে ভাইরাল টেস্ট করানো হয়। টেস্টে পজেটিভ আসলে বাসায় তার চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়।
শফিকুল ইসলাম জানান, তার কাশি চরম পর্যায়ে গেলে রবিবার টেস্ট করানো হয়। টেস্টে ফল পজেটিভ পাওয়া গেছে। শিগগিরই তার স্ত্রীর করোনা টেস্ট করানো হবে।
শফিকুল ইসলাম দৈনিক ডেসটিনি, রাইজিং বিডিতে সচিবালয় বিটে দায়িত্ব পালরে পর সম্প্রতি ডেলটা টাইমস একপি পত্রিকায় প্রধান প্রতিবেদকের দায়িত্ব নেন। প্রধান প্রতিবেদনের পাশাপাশি সচিবালয় এবং শিক্ষা বিষয়ক রিপোটিং করছেন।
করোনা পরিস্থিতির মধ্যেও নিয়মিত অফিস করতে হয়েছে তাকে। গণপরিবহন খোলার পর গণপরিবহনে অফিস করেছেন তিনি।