ঢাকা

সাংবাদিক মুকুল এক দিনের রিমান্ডে

Mukul 1ঢাকা জার্নাল: স্ত্রী নাজনীন আক্তারের দায়ের করা করা নারী নির্যাতনের মামলায় জিটিভির বার্তা সম্পাদক রকিবুল ইসলাম মুকুলকে এক দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

শনিবার দুপুরে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম অমিত কুমার দে  এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মিরপুর থানার পুলিশের উপ-পরিদর্শক(এসআই) মাসুদ পারভেজ মুকুলকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন ।

শুক্রবার গভীর রাতে রাজধানীর সেগুনবাগিচা থেকে মুকুলকে গ্রেফতার করে মিরপুর থানা পুলিশ।

গত বৃহস্পতিবার সাংবাদিক রকিবুল ইসলাম মুকুলের বিরুদ্ধে নারী নির্যাতন ও যৌতুক চাওয়ার অভিযোগে মামলা করেন তার স্ত্রী দৈনিক জনকণ্ঠের জ্যেষ্ঠ প্রতিবেদক নাজনীন আক্তার। এই মামলায় Meherunমুকুলের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ আনা হয়। মুকুলের পরকীয়া প্রেমিকা মেহেরুন বিনতে ফেরদৌসকে আসামী করা হয় মামলায়।

ঢাকা জার্নাল, জুন ২৮, ২০১৫।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.