সাংবাদকর্মী ছাঁটাই তালিকা গুঞ্জন মোহনা টিভিতে
ঢাকা জার্নাল: দুই মাসের বেতন বকয়ো এবং ঈদৈ বোনাস না দিলেও বেশ কয়েকজন সংবাদকর্মী এবং প্রোগ্রাম থেকে কয়েকজন ক্যামেরাম্যানের চাকরি থেকে বাদ দিতে তালিকা তৈরি হচ্ছে। এই ছাঁটাই তালিকায় সিনিয়র রিপোর্টারও রয়েছেন।
তবে বুধবার বকেয়া বেতন না দিয়ে কোনো এই ছাঁটাই তা নিয়ে ভেতরে অসন্তোষ তৈরি হয়। কয়েকজন সংবাদকর্মী তা নিয়ে প্রতিবাদ করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ছাঁটাই প্রক্রিয়াটি বন্ধ রয়েছে বলে জানিয়েছেন মোহনা টেলিভিশনের েএকজন সিনিয়র সাংবাদিক।
কামাল মজুমদারের মোহনা টেলিভিশনের সাংবাদিকরা দুই মাসের বেতন পাননি
ঢাকা জার্নাল, আগস্ট ৭, ২০১৪।