সরকার চাইলে আলোচনায় রাজি ড. ইউনূস
ঢাকা জার্নাল: চলমান রাজনৈতিক সঙ্কট নিরসনে সরকার চাইলে আলোচনা করতে তিনি রাজি আছেন বলে জানিয়েছেন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। এক্ষেত্রে তিনি অন্য রাজনৈতিক দলগুলোর মতোই সরকারের সঙ্গেও বসতে প্রস্তুত বলেও উল্লেখ করেন।
সোমবার সকালে রাজধানীর মিরপুরে ইউনূস সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান ড. ইউনূস।
বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বীরপ্রতীক দেখা করে চলে যাওয়ার পরে সাংবাদিকরা ইউনূসের কাছে জানতে চান, সাম্প্রতিককালে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তার সঙ্গে দেখা করতে আসছেন। এক্ষেত্রে সরকারের সঙ্গেও তিনি বসবেন কিনা?
জবাবে ইউনূস বলেন, রাজনৈতিক দলগুলো আমার কাছে আসছে। আমি কারো কাছে যাচ্ছি না। সেক্ষেত্রে সরকার যদি চায়, তবে অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে যেভাবে আলোচনায় বসেছি, সেভাবেই সরকারের সঙ্গে বসতেও রাজি আছি।
ঢাকা জার্নাল, আগস্ট ২৬, ২০১৩