সরকারের বর্তমান মেয়াদেই কাদের মোল্লার ফাঁসি
ঢাকা জার্নাল: সরকারের চলতি মেয়াদেই মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদ-প্রাপ্ত আসামী আব্দুল কাদের মোল্লার রায় কার্যকর করা হবে বলে জানিয়েছেন আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, সরকার পূর্ণাঙ্গ রায়ের জন্য অপেক্ষা করছে।
এদিকে মইনুদ্দিন ও আশরাফের রায়ের প্রতিক্রিয়া জানাতে গিয়ে প্রতিমন্ত্রী বলেন, গোলাম আজম বুদ্ধিজীবী হত্যাকা-ের মূল নকশাকারি। তার নির্দেশে এরা বুদ্ধিজীবীদের হতা করেছে। আজকে তাদের রায়ের মধ্য দিয়ে বুদ্ধিজীবীদের পরিবার-পরিজন বড় সান্তনা পেয়েছে।
ঢাকা জার্নাল, নভেম্বর ৩, ২০১৩।