সমাবেশের নামে নাশকতা হলে সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিহত করা হবে
ঢাকা জার্নাল: আগামী ২৫ অক্টোবর সমাবেশের নামে বিরোধীদল যদি আইন-শৃংখলা পরিস্থিতির অবনতি ঘটায়, নাশকতা করতে চায়, তাহলে সর্বোচ্চ শক্তি দিয়ে তা প্রতিহত করা হবে।
বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শাসসুল হক টুকু নিজ দফতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
বিএনপির মহাসমাবেশের অনুমতি দেওয়া হবে কিনা জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) যদি মনে করে বিএনপির মহাসমাবেশে কোনো প্রকার নাশকতা ঘটবে না প্রতীয়মান হলে ডিএমপি অনুমোদন দেবে। সভা-সমাবেশ করতে বাধা দেবে না।
সারা দেশে গণগ্রেফতার হচ্ছে কিনা জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, গণগ্রেতার হচ্ছে না। এ অভিযোগ মিথ্যা, সারা দেশে গণগ্রেফতার হচ্ছে না।
এদিকে বরিশালে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর এক সমাবেশে বলেছেন সারা দেশের কোথাও বিএনপিকে সভা-সমাবেশেল নামে নৈরাজ্য সৃষ্টি করতে দাঁড়াতে দেওয়া হবে না।
এর আগে ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ রাজধানীতৈ সভা-সমাবেশ নিষিদ্ধের ঘোষণা দেন।
আজ বৃহস্পতিবার বিকেলে শিক্ষকদের একটি সমাবেশ রয়েছে জাতীয় প্রেসক্লাবের সামনে। সেখানে খালেদা জিয়ার উপস্থিত থাকার কথা রয়েছে। অপরদিকে শুক্রবার ১৮ দলীয় জোটের মহাসবেশের ঘোষণা রয়েছে।
ঢাকা জার্নাল, ২৪ অক্টোবর, ২০১৩।